নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Daily Chandni Bazar নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২২ ২৩:৩৬
নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে পুটু মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনাটি ঘটে। পুটু মিয়া গোছাইল গ্রামের মৃত ওয়েছ উদ্দিনের ছেলে। জানা গেছে, বেলা পুটু মিয়া গরু নিয়ে মাঠে চড়াতে যায়। সাড়ে ১২ টার দিকে বৃষ্টি শুরু হওয়ার আগে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ভাটগ্রাম ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পরিবারের লোকজন পুটু মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকেই বাড়িতে নিয়ে গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন