পিরব ইউনিয়নে চেয়ারম্যানে মনগড়া ভাবে আদায় করা হচ্ছে কর | Daily Chandni Bazar পিরব ইউনিয়নে চেয়ারম্যানে মনগড়া ভাবে আদায় করা হচ্ছে কর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ২১:৫২
পিরব ইউনিয়নে চেয়ারম্যানে মনগড়া ভাবে আদায় করা হচ্ছে কর
সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

পিরব ইউনিয়নে চেয়ারম্যানে মনগড়া ভাবে আদায় করা হচ্ছে কর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে চেয়ারম্যান আসিফ মাহমুদ মিলটন তার নিজের মন গড়াভাবে অতিরিক্ত হাড়ে আদায় করার অভিযোগ ইউনিয়ন জুয়ে উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, পিরব ইউনিয়নের পাশের ইউনিয়ন বুড়িগঞ্জ, মাঝিহট্ট ও নামুজা ইউনিয়নে সম্প্রতি যেভাবে কর আদায় করা হয়েছে। সেই তুলনায় অনেক বেশি রেটে পিরব ইউনিয়নে কর আদায় করার অভিযোগ অহরহ দেখা যাচ্ছে।
এতে করে পিরব ইউনিয়ন জুড়ে সচেতন মহলে চলছে আলোচনা সমালোচনা ঝর ও নিম্নবৃত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে ক্ষোভের সৃষ্টি। এ ব্যাপারে ৫ জুন (মঙ্গলবার) পিরব ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিলটন নিকট তার ব্যক্তিগত মোবাইলে জানতে চাওয়া হলে, তিনি জানান আমি রশিদ মূলে কর এর টাকা আদায় করছি।
পার্শ্ববতী ইউনিয়নে কর আদায়ের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে জানতে চাইলে, তিনি বলেন এটা সাংবাদিকদের অভিযোগ বলে এরিয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন