প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ২১:৫৮
নন্দীগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৬১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিস চত্তরে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, কৃষি কর্মকর্তা আদনান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টা চার্য, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন