সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ২২:০১
সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যবসায়ী গ্রেফতার
ভ্রামমান প্রতিনিধিঃ

সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা টু জুমারবাড়ী সড়কে  বন্যা নিয়ন্ত্রন বাঁধের দু ধারে প্রায় দুই শতাধিক সরকারি  গাছ কর্তনের অভিযোগে শনিবার রাতে প্রভাবশালী কাঠ ব্যবসায়ী হান্নান মৌলভীকে গ্রেপ্তার করে সাঘাটা থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার ডাকবাংলা টু জুমারবাড়ী সড়কে  বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপর প্রায় দুই শতাধিক গাছ এলাকার প্রভাবশালীরা স্থানীয় কাঠ ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ টাকা বিক্রি করেছেন। বিষয়টি  সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রচার হলে। 
 টনক নড়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের । শনিবার   পানি উন্নয়ন বোর্ড অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করে।
এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন শুধু ব্যবসায়ী নয়।প্রভাবশালী যারা গাছ বিক্রয় করেছেন তাদের নামে মামলা হওয়া দরকার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন