মান্দায় নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান | Daily Chandni Bazar মান্দায় নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ২২:০৩
মান্দায় নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

মান্দায় নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইউএনওর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে ১০৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ৪ লাখ ৬৮ হাজার টাকা ও ১০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন