কলকাতায় দু’মাসে তিনবার বাড়লো গ্যাসের দাম | Daily Chandni Bazar কলকাতায় দু’মাসে তিনবার বাড়লো গ্যাসের দাম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২২ ১১:০৮
কলকাতায় দু’মাসে তিনবার বাড়লো গ্যাসের দাম
অনলাইন ডেস্ক

কলকাতায় দু’মাসে তিনবার বাড়লো গ্যাসের দাম

কলকাতায় আবার ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন দাম অনুযায়ী, দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকা দরে। কলকাতায় ১০৭৯ টাকায়।

বুধবার (৬ জুলাই) ভর্তুকি ছাড়া ১৪ দশমিক ২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে সরকার। এ নিয়ে দু’মাসে তিনবার বাড়লো রান্নার গ্যাসের দাম। এর আগে ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। এর পর ১৯ মে আবারও দাম বাড়ানো হয়। বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কোজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার প্রতি ১৮ টাকা করে বাড়ানো হয়েছে।

তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি সাড়ে আট টাকা করে কমানো হয়েছে। গত কয়েক মাস ধরেই দেশে দাম বাড়ার সমস্যা চলছে। এরই মধ্যে আবারও রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। গত দু’মাসে ১০৩ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন