বন্যায় ভাসছে‌ সিডনি, ঘরহীন ৫০ হাজার মানুষ | Daily Chandni Bazar বন্যায় ভাসছে‌ সিডনি, ঘরহীন ৫০ হাজার মানুষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২২ ১১:১০
বন্যায় ভাসছে‌ সিডনি, ঘরহীন ৫০ হাজার মানুষ
অনলাইন ডেস্ক

বন্যায় ভাসছে‌ সিডনি, ঘরহীন ৫০ হাজার মানুষ

ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে সিডনি। শতাধিক বাড়ি ভেসে গেছে। দুর্দশাগ্রস্ত ৫০ হাজার অস্ট্রেলিয়ার মানুষ।

দুর্যোগ মোকাবিলায় নেমেছে ইমার্জেন্সি রেসপন্স টিম। পথের মধ্যে পানিতে ডুবতে বসা গাড়িতে আটকে পড়েছেন বহু মানুষ। ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান জানিয়েছেন, পানিপ্লাবিত গাড়ি বা ডুবে যাওয়া বাড়ি থেকে দুর্গত মানুষদের উদ্ধারের কাজ করা হচ্ছে।

টানা কদিন ধরে বৃষ্টি চলছে, অতিরিক্ত বৃষ্টির জেরেই এই বন্যা-পরিস্থিতির সৃষ্টি বলে জানা গেছে। বাঁধগুলি পানিতে পূর্ণ হয়ে প্লাবিত হয়ে গেচে। বাঁধের দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফলে ফ্লাড-ইমার্জেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে। বিপন্ন মানুষজনকে বিপদগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজকর্ম যথারীতি শুরু হয়ে গেছে।

বিপদ এখনও কাটেনি। যে কোনও মুহূর্তে যে কোনও জায়গায় ফ্লাশ ফ্লাড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সূত্র: জি নিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন