লঙ্কান প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস | Daily Chandni Bazar লঙ্কান প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২২ ১৬:৪৭
লঙ্কান প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস
অনলাইন ডেস্ক

লঙ্কান প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেছে দেশটির নাগরিকরা। বিক্ষোভকারীরা এরই মধ্যে প্রেসিডেন্টের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এসময় অনেককে সুইমিংপুলে সাঁতার কেটে উল্লাস করতে দেখা যায়। তাদের হাতে ছিল দেশটির জাতীয় পতাকা। খরব এনডিটিভির।

শনিবার (৯ জুলাই) রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশে জড়ো হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘিরে ফেলেন তারা।

এদিকে দেশটির শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে কার্যালয় ছেড়ে পালিয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন