শহর ছাড়তেই তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা | Daily Chandni Bazar শহর ছাড়তেই তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২২ ১৬:৫৮
শহর ছাড়তেই তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা
অনলাইন ডেস্ক

শহর ছাড়তেই তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা

পদ্মা সেতু উদ্বোধনের পর এবার অনেকটা বিড়ম্বনা ছাড়াই বাড়ি ফিরতে পারছেন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। মহাসড়কের যাত্রা অনেকটা নির্বিঘ্ন হলেও শহর ছাড়তেই তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। একঘণ্টায়ও সায়েদাবাদ থেকে ধোলাইপাড় পৌঁছাতে পারছে না অনেক বাস। এমন পরিস্থিতি গুলিস্তান থেকে সায়েদাবাদ আসা গাড়ির ক্ষেত্রেও।

শনিবার (৯ জুলাই) দুপুরে গুলিস্তান, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও শনির আখড়া ঘুরে দেখা গেছে, কিছু কাউন্টারে যাত্রীদের ভিড় থাকলেও গাড়ির অপেক্ষায় দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি পর্যাপ্ত থাকলেও শহরের বিভিন্ন রাস্তায় যানজটের কারণে কাউন্টারে বাস পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় সঠিক সময় বাস ছাড়তে পারছে না কর্তৃপক্ষ। এতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। আর গাড়িতে উঠতে পারলেও শহর ছাড়তেই পড়তে হচ্ছে দীর্ঘ যানজটে।

জানতে চাইলে বরিশালগামী ফাল্গুনী বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ শাহজালাল জাগো নিউজকে বলেন, আমাদের যাত্রী আছে মোটামুটি, তবে খুব একটা বেশি না। আর শহরে জ্যাম থাকার কারণে বেশি সমস্যা হচ্ছে। আগে গাবতলী রোড চালু ছিল, এখন সেটাও বন্ধ। সে কারণে সায়েদাবাদে জ্যাম বেশি হচ্ছে। যাত্রী মোটামুটি আছে, কিন্তু সময়মতো গাড়ি পাচ্ছি না।

এদিকে ধোলাইপাড় থেকে সায়েদাবাদমুখী বাসগুলোকে তীব্র যানজটে পড়তে হচ্ছে। যাত্রাবাড়ী পার হতেই আধাঘণ্টা থেকে একঘণ্টা সময় লাগছে। তবে ধোলাইপাড় পার হলে তোমন যানজটে পড়তে হচ্ছে না। গুলিস্তান থেকে সায়েদাবাদগামী বাসের ক্ষেত্রেও যানজটে পড়তে হচ্ছে বাসগুলোকে। আর সায়েদাবাদ থেকে চট্টগ্রাম-নোয়াখালী রুটে ছেড়ে যাওয়া বাসগুলো যাত্রাবাড়ী পর্যন্ত দীর্ঘ জটলায় পড়তে হলেও কাজলা মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা অতিক্রমের পর কিছুটা স্বস্তিতে যাত্রা করতে পারছে।

আল বারাকা এক্সক্লুসিভ লিমিটেডের যাত্রী সামসুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি ৪০ মিনিট আগে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে উঠেছি। লাকসামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। কিন্তু এতক্ষণেও গাড়িটি যাত্রাবাড়ী পার হতে পারলো না। শহরের মধ্যেই যদি এমন যানজট হয় তাহলে আমাদের দুর্ভোগ তো থেকেই গেলো। মহাসড়ক যতিই ভালো হোক, ভোগান্তি কিন্তু কমছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সায়েদাবাদে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অন্যান্য সময়ের তুলনায় গাড়ি চাপ অনেক বেশি। সায়েদাবাদ, যাত্রাবাড়ীর সড়কটি তেমন প্রশস্ত না। তাই কিছু ক্ষেত্রে জটলা লাগছে আমরা চেষ্টা করছি এ সমস্যা সমাধানের। আশাকরি সমাধান করতে পারবো। আর ঈদকে কেন্দ্র করে কিছুটা জটল তৈরি হয়, হঠাৎ করে বাড়তি যানবাহনের কারণে এ সমস্যা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন