শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২২ ২২:১০
শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ
ধুনট বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনকে জেলে বন্দী করায় শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশারের নেতৃত্বে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নয়মাইল বন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম হোসেন,  আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহসিন আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক  রেজাউল মোস্তফা ফরহাদ, সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মেম্বর, ফরহাদ রানা তোরাব, শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু, সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহবাক আজিজুল হক, সদস্য মুরাদ কোরাইশি, ফরহাদ, বজলুর রশিদ, শহিদুল  ইসলাম, উপজেলা  ছাত্রদলের  সহ-সভাপতি পারভেজ হোসেন, ক্রীড়া সম্পাদক আশিক, সদস্য রিমন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য হাজী সিরাজ, গাফ্ফার হোসেন আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সদস্য  রাজু আহম্মেদ, খাদেম,  হেলাল, তরুন, ইউনিয়ন ছাত্রনেতা বাবু, পলাশ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন