বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২২ ২২:১৩
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট
উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সাগর কুমার রায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নির্মলেন্দু রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু দিলিপ কুমার দেব, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ ও বাংলাদেশ পূজা উদযাপন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু অসীম কুমার দাস।   

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ রায়ের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমান প্রমূখ।

সম্মেলনে অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহাকে সভাপতি, গোবিন্দ রায়কে সাধারণ সম্পাদক, পপি রানী সাহাকে সহ-সভাপতি, রনী সাহাকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং সুজন সাহাকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন