শেরপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ৭ | Daily Chandni Bazar শেরপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২২ ২২:২২
শেরপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ৭
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ৭

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ ২ জন নিহত এবং অন্ততঃ ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫জুলাই) দুপুর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন থেকে মো: সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে বগুড়াগামী নওগাঁ  ট্রাভেলস এর সাথে ঢাকাগামী কালিয়াকৈর পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী সহ দুইজন মারা যান। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসময় শিশুসহ ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনামের ফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন