বগুড়ায় ডিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar বগুড়ায় ডিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২২ ২২:৩৫
বগুড়ায় ডিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডিবির অভিযানে 
ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়ায় ৪০ বোতল ফেন্সিডিল ও ২'শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ। এর আগে পৃথক দুই অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া হাঁট থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার নাম আতিকুর রহমান ও তিনি ওই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

ডিবি পুলিশের আরকে অভিযানে ২'শ পিস ইয়াবাসহ শাহারুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করা হয়৷ শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহারুল ওই উপজেলার মানকোড় পূর্বপাড়া গ্রামের এরশাদুল হকের ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের  আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন