
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় মা-ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাকুল্লা এলাকায় মা-সন্তান রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু মেয়ে নিহত হয়। গুরুত্বর আহত হয় আরও ২ জন। পরে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মির্জাপুর বাসতৈল এলাকার পারভিন আক্তার (২৭) তার মেয়ে সাদিয়া(৯) ও ছেলে সুমন (৭)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতারেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, পাকুল্যার সড়ক দুর্ঘটায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন