বগুড়ার পল্লীতে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে ভ্যান চালকের আত্মহত্যা! | Daily Chandni Bazar বগুড়ার পল্লীতে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে ভ্যান চালকের আত্মহত্যা! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ২১:৪৮
বগুড়ার পল্লীতে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে ভ্যান চালকের আত্মহত্যা!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার পল্লীতে স্ত্রীর উপর অভিমান করে 
বিষপানে ভ্যান চালকের আত্মহত্যা!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে ব্যাটারি চালিত এক অটো ভ্যান চালকের আত্মহত্যা।
জানা যায়, মাঝিহট্ট ইউপির গামড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র মিজানুর রহমান (৪৮)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় তার দ্বিতীয় স্ত্রীর উপর অভিমান করে নিজ বাড়ীতে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।
চিকিৎসার বগুড়া নেওয়ার পথে মধ্যে তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম ঘটনার স্থলে পৌছেঁ লাশের সুরাথাল রির্পোট তৈরি করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আত্মহত্যার কারন জানাতে চাওয়া হলে তিনি জানান, হতে পারে পারিবারিক কলহ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন