প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ২১:৫৩
তালোড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রাজুর অপসারণের দাবীতে আ’লীগের প্রতিবাদ সভা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর আ’লীগের ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উদ্যোগে তালোড়া পৌর আ’লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিতর্কিত ব্যক্তি মামুনুর রশিদ রাজুর অপসারণের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে তালোড়া পৌর হল রুমে পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও ৭ নং ওয়ার্ড পৌর আ’লীগে সভাপতি দেবব্রত মন্ডল বাপ্পীর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, তালোড়া পৌর আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক আবু তাহের রানা, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হক, তালোড়া পৌর কৃষকলীগের সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক সাকিল হাসান ছনি, পৌর শ্রমিকলীগের সভাপতি শাহিন প্রাং, আ’লীগ নেতা এমকেএইচ তরফদার খোকন, তালোড়া পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার গেদু, সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মিঠু, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহিম, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সানু, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাবু প্রাং, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল বাশার খন্দকার বুলু, সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবুদ, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এসময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন