গাবতলীতে ফুটবল খেলায় তর্কের জেরে পাইপের আঘাতে যুবক খুন | Daily Chandni Bazar গাবতলীতে ফুটবল খেলায় তর্কের জেরে পাইপের আঘাতে যুবক খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ২৩:৩২
গাবতলীতে ফুটবল খেলায় তর্কের জেরে পাইপের আঘাতে যুবক খুন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে ফুটবল খেলায় তর্কের 
জেরে পাইপের আঘাতে যুবক খুন

বগুড়ার গাবতলীতে জমির মাঠে ফুটবল খেলায় তর্কের জের ধরে মামুন (২৪) নামের এক যুবককে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত পৌণে ১০টায় রামেশ্বপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়া গ্রামে। নিহত মামুন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
থানা ও এলাকাসূত্রে জানা গেছে, উপজেলার রামেশ্বপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়া গ্রামের ছেলেরা জমির মাঠে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময়ে হেন বল শর্ট করা নিয়ে স্থানীয় জনৈক জিহাদ ও আশরাফুলের সঙ্গে একই গ্রামের বাবু মিয়ার ছেলে খোকনের তর্কবির্তক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে তারা খোকনকে একটি কিশঘুষি মারে। খোকন বয়সে এদের বড় হওয়ায় বিষয়টি মেনে নিতে পারেনি। তারপর থেকেই খোকন এদের মারার জন্য মরিয়া হয়ে ওঠে। এরই জের ধরে ওইদিন রাত অনুমান পৌণে ১০টায় ওই গ্রামের পিন্টু মিয়ার দোকানের পার্শ্বে জনৈক জিহাদ ও তার বন্ধু মামুন বসে ছিল। এমতবস্থায় খোকন পিছন থেকে প্রথমে জিহাদকে পিঠে আঘাত করলে জিহাদ লাঠি আনার জন্য দৌড়ে বাড়ীতে যায়। পরে জিহাদের বন্ধু মামুন এগিয়ে এলে লোহার পাইপ দিয়ে মামুনের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীরা সঙ্গে সঙ্গে মামুনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। মামুন চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমানিক ১টায় মারা যায়। মামুন মারা যাওয়ার বিষয়টি জানা জানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় দিনব্যাপী পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পর থেকেই ঘাতক খোকন পলাতক রয়েছে। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারকে দেয়া হয়েছে। লাশ দাফনও হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন