আফরিন কোল্ড ষ্টোরেজ হিট ইনজুরিতে ৪ হাজার বস্তা আলু পচে নষ্ট। | Daily Chandni Bazar আফরিন কোল্ড ষ্টোরেজ হিট ইনজুরিতে ৪ হাজার বস্তা আলু পচে নষ্ট। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ২৩:৩৫
আফরিন কোল্ড ষ্টোরেজ হিট ইনজুরিতে ৪ হাজার বস্তা আলু পচে নষ্ট।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

আফরিন কোল্ড ষ্টোরেজ হিট ইনজুরিতে  ৪ হাজার  বস্তা আলু পচে নষ্ট।

বগুড়ার  নন্দীগ্রাম  সীমানা ঘেঁসে অবস্থিত আফরিন কোল্ড ষ্টোর। এই ষ্টোরে  শাজাহানপুর  উপজেলার  পাশাপাশি  নন্দীগ্রাম উপজেলার মানুষ  আলু রাখে। এ মৌসুমে  ওই ষ্টোরে  আলু পচনের  ব্যাপক অভিযোগ উঠেছে, ভুক্তভোগী আলু চাষী ও ব্যাবসায়ী এই প্রতিনিধিকে  জানান, মেশিনে কম হাওয়া দেওয়া ও আলু উল্টে না দেওয়ার কারনে প্রায় ৪ হাজার বস্তা আলু পচে নষ্ট  হয়ে গেছে এতে  আলু চাষী ও ব্যাবসায়ী লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আফরিন আলু ষ্টোরে  ধারন ক্ষমতা ৫০ কেজির  ১ লাখ ৬০ হাজার  বস্তা ওই পরিমান  আলু ষ্টোরে  রাখা  হয়েছে, কিন্তু  তারপরেও আলুর পচন ঠেকানো যাচ্ছে না, এ বিষয়ে  আফরিন আলু ষ্টোরের  ম্যানেজার  মোস্তাাফিজারের  সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এই প্রতিনিধিকে  জানান,  হিট ইনজুিরতে আক্রান্ত হয়ে প্রায় চার হাজার বস্তা  আলু পচে  নষ্ট হয়ে গেছে। অপর দিকে ভুক্তভোগী কৃষক, দোহার  গ্রামের ইউনুস আলী, কৈগাড়ী গ্রামের জুয়েল, রিধইল গ্রামের মুনজু, নন্দীগ্রাম সদরের আনোয়ার হোসেন, সহ বেশ কিছু কৃষক জানান, আমাদের  রাখা আলু নষ্ট হয়ে গেছে, এতে আমরা বড় ধরনের  ক্ষতির সম্মখীন হয়েছি। সব মিলিয়ে ওই ষ্টোরে যে সকল আলু চাষী ও  ব্যাবসায়ীরা আলু রেখেছে তাদের তহবিল হারিয়ে গেছে, এ বিষয়ে প্রশ্ন উঠেছে, এই দায়ী কে ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন