তিন তলা থেকে চার মাসের শিশুকে ছুড়ে ফেললো বানর | Daily Chandni Bazar তিন তলা থেকে চার মাসের শিশুকে ছুড়ে ফেললো বানর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২ ১২:০৪
তিন তলা থেকে চার মাসের শিশুকে ছুড়ে ফেললো বানর
অনলাইন ডেস্ক

তিন তলা থেকে চার মাসের শিশুকে ছুড়ে ফেললো বানর

বাড়ির তিন তলার ছাদ থেকে চার মাসের এক শিশুকে ফেলে দিয়েছে বানর। এতে ওই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে।

বারেলির বন কর্মকর্তা ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। বন দপ্তরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। গত শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও তিনি চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। তখনই এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। কাজ হয়নি।

বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই শিশুটি তার হাত থেকে পড়ে যায়। নির্দেশ তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তারপর ছাদ থেকে নীচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন