বগুড়ায় পৃথক দুটি ঘটনায় নিখোঁজ কিশোর ও বৃদ্ধের লাশ উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ায় পৃথক দুটি ঘটনায় নিখোঁজ কিশোর ও বৃদ্ধের লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ০০:০৩
বগুড়ায় পৃথক দুটি ঘটনায় নিখোঁজ কিশোর ও বৃদ্ধের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পৃথক দুটি ঘটনায় নিখোঁজ 
কিশোর ও বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘির সান্তাহার হলহলিয়া রেলসেতু অতিক্রম করার সময় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নদীতে পরে নিখোঁজ কিশোর মেহেদী হাসানের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেদী পঞ্চগড়ের বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার সকালে রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত ট্রেন থেকে হলহলিয়া রেলসেতুতে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে পড়ে ওই কিশোর নিখোঁজ হয়েছিল। সে তার দাদি ও বোনের সঙ্গে ট্রেনে করে পঞ্চগড়ে যাচ্ছিল।

এছাড়াও সান্তাহার স্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত (৭০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে সান্তাহার জংশনের ৩ নম্বর প্লাটফর্মে স্টেশন মাস্টারের অফিসের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধান শুরু করে। সন্ধান না পাওয়ায় রোববার রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। সোমবার সকালে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে আবারও উদ্ধার অভিযান শুরু করে। পরে নদীর তলদেশ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ট্রেনে ওই কিশোরের সঙ্গে তার দাদি ও বোন ছিল। তার মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়।
এছাড়া সান্তাহার স্টেশনের প্লাটফর্মে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধ ভিক্ষুক ছিলো। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, রেলভ্রমণে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। চলন্ত ট্রেন থেকে মাথা বের করা, সেলফি তোলা, দরজায় বসে থাকা, হাত বের করা থেকে বিরত থাকতে হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন