প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ২২:৫৫
গোকুলে ডিজিটাল বাংলাদেশ গড়া
বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীনস্ত জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মহিলার ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ধাওয়া কোলা গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বগুড়া, নিলুফা ইয়াছমিন। এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, তথ্যসেবা কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন