রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় গোলাগুলি | Daily Chandni Bazar রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় গোলাগুলি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১১:৪৩
রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় গোলাগুলি
অনলাইন ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় গোলাগুলি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কথিত সশস্ত্র সংগঠন সালভেশন আর্মির (আরসা) দুই গ্রুপের মাঝে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টা হতে সাড়ে ৯টা পর্যন্ত উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। এতে একজন হেড মাঝিসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে রাত ১০টা পর্যন্ত আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক।

এসপি নাইম জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুইটি গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন