বগুড়ায় জমি থেকে দিনমজুরের লাশ উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ায় জমি থেকে দিনমজুরের লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ২৩:১৭
বগুড়ায় জমি থেকে দিনমজুরের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় জমি থেকে
দিনমজুরের লাশ উদ্ধার

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া গ্রামের একটি জমি থেকে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ৩০ বছর বয়সী শাহ আলম নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

পরে সকাল ৯টার দিকে পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় ।
শাহ আলম ওই এলাকারই পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
তিনি জানান, সকালে স্থানীয় কয়েকজন কৃষক জমি করতে এসে লাশটি দেখতে পায়। এরপর তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন তারা।
পুলিশের এই কর্মকর্তা মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে শাহ আলম বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর সকালে জমিতে তার লাশ পাওয়া যায়।
ওসি সেলিম রেজা বলেন, শাহ আলমের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে আলমের কিডনি ও খাদ্য নালিতে জটিলতা ছিল। তারা তার মৃত্যুর সব সম্ভাব্য কারণ যাচাই করছেন। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন