বেতার মহাপরিচালকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক | Daily Chandni Bazar বেতার মহাপরিচালকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২ ১৬:১০
বেতার মহাপরিচালকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক

বেতার মহাপরিচালকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২৩ জুলাই) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তার মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, নিবেদিতপ্রাণ সদালাপী সুশীল সেবক আহম্মদ কামরুজ্জামানের অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। তার কর্মময় জীবন সিভিল সার্ভিসের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এছাড়াও তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান জানান, আহম্মদ কামরুজ্জামানের শনিবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৪ জুলাই তারিখে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন