বগুড়া সদরের নামুজায় গ্রামীন ডেইরী এন্ড পোল্ট্রি ফার্মের মালিক স্বপরিবারে আত্নগোপনঃ পাওনাদারেরা চিন্তিত ও উদ্বেগ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জানা যায়, নামুজা বাজারের অদূরে ঠাকুরপাড়া মৌজায় কামেজ উদ্দিনের পুত্র আজিজার রহমান কর্তৃক তার নিজ বাড়ীতে গ্রামীন ডেইরী এন্ড পোল্ট্রি ফার্ম ও ফারমার ডেভোলোপমেন্ট অরগানাইজেশন নামে একটি সমিতি পরিচালনা করে আসছিল।
সেই সুবাদে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় ৩ কোটি টাকা কর্জ ও ফারমার ডেভোলোপমেন্ট অরগানাইজেশন নামে সমিতির নামে পাশ বই দিয়ে বিনিয়োগ গ্রহন করেন।
মানুষের নিটক থেকে নেওয়া টাকা পরিশোধ না করে সে গত ১৩/০৩/২০২২ তারিখ রাতের আধাঁরে স্বপরিবারে আত্নগোপন করেন।
অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, নামুজা ইউপির পাল্লাপাড়া গ্রামের কবির উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন-কে আজিজার রহমান তার নিজ নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থানগড় এসএমই কৃষি শাখা বগুড়া এর একটি চেক সাড়ে ৭ লক্ষ টাকা পাওনা পরিশোধে প্রদান করেন।
ব্যাংকে চেক দিয়ে টাকা উঠাতে গেলে একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কতৃপক্ষ চেক ডিসঅনার সার্টিফিকেট প্রদান করেন।
প্রতারিত হওয়া লোকেরা আদালতে মামলা করতে গেলে এ্যাডভোকেট কর্তৃক আজিজার রহমানের নামে লিগ্যাল নোটিশ প্রদান করা হলে, আজিজার রহমান স্বপরিবারে আত্নগোপনে থাকায় সেটাও ফেরৎ যায়। এ ব্যাপারে ২৪ জুলাই গ্রামীন ডেইরী এন্ড পোল্ট্রি ফার্মের মালিক আজিজার রহমানের
ব্যক্তিগত সেলফোনে ডায়াল করলে ফোন বন্ধ পাওয়া যায়। আজিজার রহমান পাওনা ব্যক্তিদের টাকা পরিশোধ না করে স্বপরিবারে আত্মগোপন করার ফলে, প্রতিদিন পাওনাদার ও সমিতির বিনিয়োগকারী মানুষ তাদের টাকা ফেরৎ পাওয়ার জন্য আজিজার রহমানের তালাবদ্ধ বাড়ীতে
ধরনা দিচ্ছে।
কিন্তু কেউ জানেনা আদৌও তাদের টাকা ফেরৎ পাবে কি না। এতে করে পাওনাদারেরা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সবমিলিয়ে টাকা ফেরৎ পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন