প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৪ টা ৩০ মিনিটে ঢাকায় সোহনাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেটের পিতা। মৃত্যুকালে দুই ছেলে , দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খি ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি জয়পুরহাট-১ আসন থেকে ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে মাত্র ৬৩ ভোটে পরাজিত হন, ২০০১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেন।
জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ বাদ আছর মরহুমের প্রথম নামাজে জানায়া ও বাদ মাগরিব বিল্লাহ গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে আব্বাস আলী মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন