প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল আর নেই | Daily Chandni Bazar প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল আর নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২ ২১:৩০
প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল আর নেই
জয়পুরহাট ব্যুরো:

প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল  আর নেই

প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার  ভোর ৪ টা ৩০ মিনিটে  ঢাকায় সোহনাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ  বার্ধক্যজনিত নানা সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।তিনি  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেটের পিতা। মৃত্যুকালে দুই ছেলে , দুই মেয়ে,  অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খি ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে  জয়পুরহাট জেলা আওয়ামী লীগের  রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।  তিনি  জয়পুরহাট-১ আসন থেকে  ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে মাত্র ৬৩ ভোটে পরাজিত হন, ২০০১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ বাদ আছর মরহুমের প্রথম নামাজে জানায়া ও বাদ মাগরিব  বিল্লাহ  গ্রামে দ্বিতীয় নামাজের  জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং  জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে আব্বাস আলী মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন