মান্দায় অটোচার্জারের ধাক্কায় পথচারী নিহত | Daily Chandni Bazar মান্দায় অটোচার্জারের ধাক্কায় পথচারী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২ ২১:৪০
মান্দায় অটোচার্জারের ধাক্কায় পথচারী নিহত
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় অটোচার্জারের ধাক্কায় পথচারী নিহত

নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোচার্জারের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ডাক-বাংলোর পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আকিম উদ্দিন শাহ (৬৮)। তিনি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে আকিম উদ্দিন শাহ পায়ে হেঁটে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ডাক-বাংলোর পাশে ফেরিঘাট থেকে আসা একটি অটোচার্জার তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ আকিম উদ্দিন পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। 
নিহত আকিম উদ্দিনের ছেলে আরমান শাহ জানান, তাঁর বাবা একজন মানসিক ভারসাম্যহীন রোগী। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে একা একা বিভিন্ন এলাকায় চলে যান। গত সোমবার সকালে সবার অগোচরে বেরিয়ে নিরুদ্দেশ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনায় পবিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ না থাকায়  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন