চুলের মুঠি ধরে কংগ্রেস নেতাকে গাড়িতে তোলার অভিযোগ | Daily Chandni Bazar চুলের মুঠি ধরে কংগ্রেস নেতাকে গাড়িতে তোলার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১১:৫৭
চুলের মুঠি ধরে কংগ্রেস নেতাকে গাড়িতে তোলার অভিযোগ
অনলাইন ডেস্ক

চুলের মুঠি ধরে কংগ্রেস নেতাকে গাড়িতে তোলার অভিযোগ

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিক্ষোভের সময় এক নেতাকে চুলের মুঠি ধরে মারতে মারতে গাড়িতে তোলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিজয় চকে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশের হাতে মার খেতে হয় ওই কংগ্রেস নেতাকে।

প্রকাশ্যে চুলের মুঠি ধরে মারধর করা হয় যুব কংগ্রেসের প্রধান বিভি শ্রীনিবাসকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জিজ্ঞাসাবাদ, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছিল কংগ্রেস। শ্রীনিবাসকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায় যে পুলিশকর্মীরা মারধর করছেন। এক পর্যায়ে তার চুলের মুঠি ধরে মারতে মারতে গাড়িতে তোলা হয়।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে থাকা রাহুল গান্ধীসহ অন্য নেতাদেরও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সূত্র: এএনআই, আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন