বগুড়ায় অসহিষ্ণুতা হ্রাস ও সম্প্রীতি বৃদ্ধিতে মতবিনিময় সভা | Daily Chandni Bazar বগুড়ায় অসহিষ্ণুতা হ্রাস ও সম্প্রীতি বৃদ্ধিতে মতবিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ০০:১৯
বগুড়ায় অসহিষ্ণুতা হ্রাস ও সম্প্রীতি বৃদ্ধিতে মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অসহিষ্ণুতা হ্রাস ও সম্প্রীতি
বৃদ্ধিতে মতবিনিময় সভা

বগুড়ায় অসহিষ্ণুতা হ্রাস ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে রুপান্তর খুলনা'র সহযোগী সংস্থা হিসেবে পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে বুধবার সকালে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে পাঁচবাড়িয়া হাট সৈয়দ আহমাদিয়া দাখিল মাদরাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং  হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। পাটবাড়িয়া হাট সৈয়দ আহমাদিয়া দাখিল মাদরাসার সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও শাখারিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক রুমি।
পল্লী প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসানাত সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন শেখ আবু রাহাত মাসরুকুল ইসলাম এবং সাবেক পৌর কাউন্সিলর ও কানিজ রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন পিইউপি'র প্রোগাম অফিসার নিলুফা ইয়াসমিন।
সভায় স্থানীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ইয়ুথ ভলেন্টিয়ারসহ শতাধিক মানুষ প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন