শুক্রবার একইদিনে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে দুটি দল | Daily Chandni Bazar শুক্রবার একইদিনে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে দুটি দল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৮:৫২
শুক্রবার একইদিনে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে দুটি দল
অনলাইন ডেস্ক

শুক্রবার একইদিনে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে দুটি দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং ‘এ’ দল একসঙ্গে দেশের বাইরে সফর করেনি নিকট অতীতে। দীর্ঘসময় পর আবারও একসঙ্গে সফরে দেশের বাইরে বাংলাদেশের এই দুটি দল। জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দলও একই সময় দেশের বাইরে খেলতে যাচ্ছে।

বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড এরই মধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছে। প্রথম ৪ জনের বহর ঢাকা ছেড়েছে ২৫ জুলাই দিবাগত মধ্যরাতে (সোমবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে)। আর মূল অংশ জিম্বাবুয়ের উদ্দেশ্যে রাজধানী ত্যাগ করেছে পরদিন ২৬ জুলাই ঠিক একই সময়ে।

দুই বহর যথা সময়ে জিম্বাবুয়ের রাজধানী হারারে পৌঁছেও গেছে। আজ ২৮ জুলাই বিশ্রাম নিয়ে আগামীকাল ২৯ জুলাই অনুশীলন করে ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল।

এদিকে জাতীয় দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার প্রস্তুতি শুরু করবে, এরপর পরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে ‘এ’ দলও। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২৯ জুলাই সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আকাশে উড়বে মোহাম্মদ মিঠুনের ‘এ’ দল।

একই দিন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে জিম্বাবুয়ের পথে যাত্রা শুরু ৪ ওয়ানডে স্পেশালিস্ট- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামের।

প্রসঙ্গতঃ ওয়ানডে অধিনায়ক তামিম টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এরইমধ্যে। নতুন অধিনায়ক সাকিব আল হাসান এবং দুই অপরিহার্য্য সদস্য রিয়াদ ও মুশফিককে এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। এর মধ্যে সাকিব পুরো জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকবেন। আর রিয়াদ ও মুশফিক শুধু ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে যাবেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন