শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা দিলো ম্যারিকো | Daily Chandni Bazar শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা দিলো ম্যারিকো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৪:০২
শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা দিলো ম্যারিকো
অনলাইন ডেস্ক

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা দিলো ম্যারিকো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ দুই কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা জমা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে অনুদানের চেক তুলে দেন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের ১ দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।

এ পর্যন্ত দেশি-বিদেশি বা বহুজাতিক মিলে ২৬৫টি কোম্পানি বা প্রতিষ্ঠান এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। এ পর্যন্ত তহবিলে প্রায় ৬৮৫ কোটি টাকা জমা হয়েছে। এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা ওদেয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক শ্যামল কিশোর এবং অ্যাকাউন্টস ম্যানেজার মুসফিকুল হায়দারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন