শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে | Daily Chandni Bazar শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৪:০২
শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে
অনলাইন ডেস্ক

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশির লেখা একটি মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এ উপন্যাসটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, আ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে।

উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, উপন্যাসের চরিত্র শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করার পরে লেখক একটি বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন, যেমন ‘তবে বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দীর (বঙ্গবন্ধু) কাছে বই ছিল বেশি পছন্দনীয়।’

বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশির আজ বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন