দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২১:০২
দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩জুলাই থেকে ২৯জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের  মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৯জুলাই শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব) মকছেদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাবেক ব্যাংকার আজিজুল হক,  সফল মৎস্যচাষী জেলায় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত ইসাহাক আলী, মৎস্যচাষী শাহীদুর রহমান কয়েন, মতিউর রহমান প্রমুখ। সভায় জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন