বগুড়ায় কবি মেরীকে সম্মাননা জানালো কুঁড়ি | Daily Chandni Bazar বগুড়ায় কবি মেরীকে সম্মাননা জানালো কুঁড়ি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ২১:০৬
বগুড়ায় কবি মেরীকে সম্মাননা জানালো কুঁড়ি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কবি মেরীকে
সম্মাননা জানালো কুঁড়ি

ফ্রান্স প্রবাসী কবি ও ঔপন্যাসিক মেরী হাওলাদারের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক কুঁড়ি’র নিয়মিত লেখক মেরী হাওলাদার এর বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়ার কবি-সাহিত্যকদের সঙ্গে এক অনুষ্ঠানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ২৭ জুলাই বেলা ৩টা, বগুড়া শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। কুঁড়ি’র আয়োজনে পত্রিকার উপদেষ্টা সম্পাদক জিএম সাকলায়েন বিটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও গল্পকার বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার ও কবি খৈয়াম কাদের। এতে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এনামুল হক রঞ্জু, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ছড়াকার রতন খান, কবি জয়ন্ত দেব, কবি পলাশ খন্দকার, কবি নূরুল ইসলাম চৌধুরী, কবি আজিজার রহমান তাজ, কবি সেলিম রেজা কাজল, কবি সালমা রহমান রন্টি, কবি এইচ আলিম, গল্পকার তাসলিমা আক্তার, পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসানাত সাঈদ, ফ্রান্স প্রবাসী নাহিদ হাসান, কবি নাসিম উদ্দীন, সালমা হোসেন ছবি, উম্মে হাবিবা প্রমুখ। এর পর কবিতা আবৃত্তি করে শিশু শিল্পী উদায়বা আনতার াফাইরুজ, আবু মুতাআলী উলফাত ও মোনালিসা মৌ। অনুষ্ঠানের শুরুতে বগুড়ার কবি-সাহিত্যিকবৃন্দ প্রবাসী সাহিত্যিক মেরী হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান ও স্বরচিত কাব্যগ্রন্থ উপহার দেন এবং কুঁড়ির পক্ষ থেকে কবিকে শুভেচ্চা স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেক। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন