স্বামীকে খুন : একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর | Daily Chandni Bazar স্বামীকে খুন : একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ১২:১৯
স্বামীকে খুন : একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর
অনলাইন ডেস্ক

স্বামীকে খুন : একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর

ইরানে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। নিজ স্বামীদের হত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে এক সপ্তাহে ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করল মধ্যপ্রাচ্যের দেশটি।

একটি এনজিও শুক্রবার (২৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।

নরওয়েভিত্তিক একটি এনজিও জানায়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সবাই স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন।

তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল।

গত বুধবার সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেওয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী।

এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস গ্রুপ জানায়, তিন নারীকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে এক সপ্তাহে ৩২ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন