ব্রাহ্মণবাড়িয়ায় এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজারে! | Daily Chandni Bazar ব্রাহ্মণবাড়িয়ায় এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজারে! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ১২:৩৮
ব্রাহ্মণবাড়িয়ায় এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজারে!
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজারে!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাঝারি আকারের একটি কাঁঠাল দাম হাঁকাহাঁকি করে ২৬ হাজার টাকায় কিনেছেন এক যুবক।

কাঁঠালটি কিনেন কাঞ্চন মিয়া (৩৫) নামের এক প্রবাসী। তার বাড়ি উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। কাঁঠালটির বাজার মূল্য আনুমানিক ১০০ টাকা হবে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য ‘দাম হাঁকাহাঁকি’ হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬ হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পায় প্রবাসী কাঞ্চন মিয়া।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।

কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। এখানে দাম কতো তা গুরুত্বপূর্ণ না। আশা করি খেয়ে প্রশান্তি পাবো।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন