বগুড়ার শাজাহানপুরে আশাঁ (কাঠ)ফার্ণিচার আগুনে ভষ্মিভুত | Daily Chandni Bazar বগুড়ার শাজাহানপুরে আশাঁ (কাঠ)ফার্ণিচার আগুনে ভষ্মিভুত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ১৯:৪৭
বগুড়ার শাজাহানপুরে আশাঁ (কাঠ)ফার্ণিচার আগুনে ভষ্মিভুত
প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে আশাঁ (কাঠ)ফার্ণিচার আগুনে ভষ্মিভুত

বগুড়ার শাজাহানপুরে গতকাল শুক্রবার রাত ৩টার দিকে ডোমনপুুকুর হাটে অবস্থিত আঁশা কাঠ ফার্ণিচার আগুনে ভষ্মিভুত হয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় মালিক আনোয়ার হোসেন(৩৮) ও নিসার উদ্দিন(৩০) সব হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন।মালিক আনোয়ার হোসেন ও নিসার উদ্দিন,পিতা লিয়াকত আলী,খরনা বাশঁ গাড়ী তিনি জানান প্রতিদিনের মত কাজ শেষ করে গত রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যেয়ে খেয়ে শুয়ে পড়ি,রাত ৩টার দিকে হঠাৎ করে ডোমনপুকুরের এক ট্রাক ড্রাইভার মোবাইল করে বলে তোমার কাঠের ফার্ণিচারে আগুন লেঘেছে । তাড়াতাড়ি করে এসে দেখি ফায়ার সার্ভিসের লোকজন গাড়ী নিয়ে এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে,  ততোক্ষনে ঘরে রাখা যাবতীয় বানানো ফার্ণিচার,  মালামাল ও মানি ব্যাগে থাকা ৫হাজার টাকা পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।

আনোয়ার হোসেন ও নিসার উদ্দিন কাঠ ফার্ণিচারের মালিক  জানান আমরা ১০ বছর যাবৎ এখানে ব্যবসা করে আসিতেছি। হঠাৎ করে আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের ব্যাবসায়ীক সব যন্ত্রপাতি এবং নগদ ৫হাজার টাকা সহ সম্পূর্ণ মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন পথের ফকির,আমাদের আর কিছুই রইল না।

এই দুর্ঘটনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক সোহরাব হোসেন ছান্নু পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ ব্যাক্তিকে আর্থিক সহায়তা করার আস্সাশ দেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম জানান বৈদ্যুতিক
শর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমরা প্রায় ১ ঘন্টা পরিশ্রম করে আগুন নিভাতে সক্ষম হয়েছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন