গাবতলীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar গাবতলীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ১৯:৫৮
গাবতলীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিথ্যা মামলার প্রতিবাদে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে স্বেচ্ছাসেবক লীগের
বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া গাবতলীর লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রুস্তম আলী কর্তৃক গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সৌখিন, পলাশ মিয়া ও পাপুলের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার গাবতলী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা ও ইউপি সদস্য আবু সাইদ খান ও নজরুল ইসলাম খান। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সম্পাদক রুস্তম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোহন, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান অদুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, অধ্যক্ষ রুস্তম আলী বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মনগড়া নাটক সাজিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উপর মারপিট ও অর্থ লুটের মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন। একই ঘটনায় তিনি আবার গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন। যেখানে টাকা ছিনতাইয়ের কোন কথা বলা হয়নি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রতাহারের দাবী জানান বক্তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ চালাকালে ওই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ, ওসি তদন্ত জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন