পদত্যাগ করার ইঙ্গিত দিলেন পোপ ফ্রান্সিস | Daily Chandni Bazar পদত্যাগ করার ইঙ্গিত দিলেন পোপ ফ্রান্সিস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০২২ ১৬:৫৭
পদত্যাগ করার ইঙ্গিত দিলেন পোপ ফ্রান্সিস
অনলাইন ডেস্ক

পদত্যাগ করার ইঙ্গিত দিলেন পোপ ফ্রান্সিস

অচিরেই পদ থেকে সরে যেতে পারেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছেন। কানাডা থেকে ফিরে রোমে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পোপ পরিবর্তন কোন বিপর্যয় নয় এবং এটা কোন ট্যাবুও নয়।
হাঁটুতে সমস্যার কারণে বর্তমানে চলাচলে পোপকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। পোপ আরও বলেন, দরজা খোলা আছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এখন পর্যন্ত আমি দরজায় টোকা দিয়ে যাচ্ছি। আমি এই সম্ভাবনা নিয়ে ভাববারও কোন প্রয়োজন বোধ করছি না।
যদিও আগে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নাকচ করেছিলেন পোপ। জানিয়েছিলেন, এটা গুজব।

সূত্র: বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন