ক্লাসে পড়া না পারায় ধুনটের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম | Daily Chandni Bazar ক্লাসে পড়া না পারায় ধুনটের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ আগস্ট, ২০২২ ২৩:১৯
ক্লাসে পড়া না পারায় ধুনটের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম
ধুনট বগুড়া প্রতিনিধি

ক্লাসে পড়া না পারায় ধুনটের এক 
মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

ক্লাসে পড়া না পারায় বগুড়ার ধুনট উপজেলার এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করেছে এক শিক্ষক। এঘটনায় সোমবার (০১আগষ্ট) রাতে ওই ছাত্রের দাদী মিলনা বেগম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামের বিল্পব হোসেনের ছেলে সাকিব হোসেন (১১) বড়িয়া দারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র।

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই মাদ্রাসার সুপারের দায়িত্বে থাকা শিক্ষক রাশেদুল ইসলাম ওই ছাত্রকে ক্লাসের পড়া জিজ্ঞাসা করেন। তখন সাকিব দাঁড়িয়ে পড়া বলার সময় এক লাইন ভুল হতেই শিক্ষক রাশেদুল ইসলাম তাকে বাঁশের কুইঞ্চি দিয়ে প্রায় ২০ মিনিট ধরে বেদম পেটাতে থাকে। এতে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তার স্বজনদের খবর দেয়া হয়।

পরে ওই ছাত্রের অবিভাবকেরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন মাদ্রাসা ছাত্র সাকিব হোসেন জানায়, ক্লাসে পড়া দিতে গিয়ে একটু ভুল হওয়ায় স্যার প্রায় ২০ মিনিট ধরে পিটিয়েছে। এতে তার শরীরের বিভিন্ন ফোলা জখম হয়েছে। 

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে তার দাদি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন