পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ | Daily Chandni Bazar পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ আগস্ট, ২০২২ ১১:০৪
পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
অনলাইন ডেস্ক

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

বেলুচিস্তানে নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে। এতে লে. জেনারেল সরফরাজ আলীসহ ছয় সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

আইএসপিআর এর বরাতে এই তথ্য জানিয়েছে জিও টিভি।

আইএসপিআর জানিয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লাসবেলা জেলার মুসা গোঠ এলাকায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। সেনাবাহিনী সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারে থাকা সেনাকর্মীরা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন