বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম | Daily Chandni Bazar বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২২ ১৪:৪১
বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম
অনলাইন ডেস্ক

বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম

হাতছানি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই। সেবার তিন ম্যাচে করতে হতো ১৭৪ রান। তামিম ইকবাল করেছিলেন ১১৭ রান। ফলে এখনও বাকি রয়ে গেছে ৫৭ রান।

আজ দুপুর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবারও সেই মিশনে নামবেন তামিম। এই তিন ম্যাচে ৫৭ রান করতে পারলেই ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মালিক হয়ে যাবেন টাইগার অধিনায়ক।

আগে থেকেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। তার সামনেই সুযোগ দেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করার। বিশ্ব ক্রিকেটে যা এখন পর্যন্ত করতে পেরেছেন ৩২ জন ব্যাটার। এর মধ্যে ১৪ জনের রয়েছে ১০ হাজারের বেশি রান।

তবে শুধু ওপেনারদের কথা বিবেচনা করলে, বিশ্বের নবম উদ্বোধনী ব্যাটার হওয়ার সামনে দাঁড়িয়ে তামিম। ওয়ানডেতে ৮ হাজার রান করা ওপেনাররা হলেন শচিন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, ডেসমন্ড হেইন্স, সাঈদ আনোয়ার ও হাশিম আমলা।

এখন পর্যন্ত ২২৮ ওয়ানডে খেলে ১৪ সেঞ্চুরি ও ৫৩ হাফসেঞ্চুরিতে ৭৯৪৩ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ফিফটি সবই তামিমের।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন