মানুষের কষ্ট লাঘবের প্রচেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar মানুষের কষ্ট লাঘবের প্রচেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ১৬:৫০
মানুষের কষ্ট লাঘবের প্রচেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

মানুষের কষ্ট লাঘবের প্রচেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের কষ্ট যে হচ্ছে, সেটা সরকারও উপলব্ধি করতে পারছে। এজন্য প্রতিনিয়ত সেই কষ্ট লাঘবের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

রোববার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের আটটি বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও সমন্বয় করা হবে। যখনই বিশ্ববাজারে দাম কমবে, আমরা দ্রুত অ্যাডজাস্ট করবো। সেই নির্দেশনাও দেওয়া আছে। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এ সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন