পিরব বাজারে এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রাইশা নামের এক শিশুর মৃত্যু! | Daily Chandni Bazar পিরব বাজারে এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রাইশা নামের এক শিশুর মৃত্যু! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ২৩:৪৭
পিরব বাজারে এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রাইশা নামের এক শিশুর মৃত্যু!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

পিরব বাজারে এক পল্লী চিকিৎসকের ভুল 
চিকিৎসায় রাইশা নামের এক শিশুর মৃত্যু!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব বাজারে তুহিন ফার্মেসীর পল্লী চিকিৎসক আলেক উদ্দিন কর্তৃক ভূল চিকিৎসায় রাইশা নামের এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, পিরব ইউপির জানগ্রামের রনি ফকিরের দেড় বছরের শিশু কন্যা রাইশা খাতুনের পায়ের উপরে একটি ফোঁড়ার চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (১১ আগস্ট) পিরব বাজারে অবস্থিত তুহিন ফার্মেসীতে নিয়ে যায়। শিশুটির পরিবার জানান, পল্লী চিকিৎসক আলেক উদ্দিন মন্ডল শিশুটিকে অবশ করে ওই ফোঁড়াটি অপারেশন করে কেটে দেয়। ফোঁড়া কাটার এক ঘন্টা অতিবাহিত হলেও ওই শিশুর জ্ঞান ফিরিয়ে না আসলে পল্লী চিকিৎসক আলেক উদ্দিন মন্ডল শিশুর পরিবারকে জানান, বাড়ীতে নিয়ে যান আপনি আপনি জ্ঞান ফিরিয়ে আসবে।
কিন্তু দির্ঘ সময়ে ওই শিশুর জ্ঞান না ফিরে আসলে পরিবার আবারও পল্লী চিকিৎসক আলেক উদ্দিন মন্ডলের কাছে নিয়ে যায়। এসময় আলেক উদ্দিন শিশুর পরিবারকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। আলেকের কথা মতো
শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, শিশুটিকে কি ওষুধ দেওয়া হয়েছে তার কোন ব্যবস্থাপত্র না থাকায় চিকিৎসা করতে পারছিনা ও হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসাধীন আবস্থায় গত শুক্রবার (১২ আগস্ট) শিশু রাইশার মৃত্যু হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মাত্রাতিরিক্ত অবশ করার ওষুধ প্রয়োগ ও ভুল চিকিৎসায় রাইশা নামের ওই শিশুর মৃত্যু হয়েছে ছাড়পত্র দিয়েছে। এ ব্যাপারে পল্লী চিকিৎসক আলেক উদ্দিন মন্ডলের ওষুধের দোকান বন্ধ দেখা যায়। তার মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য যে, পল্লী চিকিৎসক আলেক উদ্দিন মন্ডল কর্তৃক পূবে পিরব মোন্না পাড়া গ্রামের আব্দুর রশিদের কন্যা পিরব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোছাঃ ফেন্সী আক্তার ওরফে ডিএমসির ভূল চিকিৎসায় মৃত্যু হয়েছে। এসব ডাক্তর নামে ঘাতক ব্যক্তিদের সরকারি সংশ্লিষ্ট কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।