বগুড়ায় আকস্মিক ভোক্তা অধিকারের অভিযান: ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় আকস্মিক ভোক্তা অধিকারের অভিযান: ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ০০:১০
বগুড়ায় আকস্মিক ভোক্তা অধিকারের অভিযান: ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় আকস্মিক ভোক্তা অধিকারের 
অভিযান: ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

 বগুড়ায় রোববার দুপুরে শহরের কলোনী বাজার এলাকায় আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং ওজনে কারচুপির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা করেছে

অভিযানে নেতৃত্ব দেন  অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল  আলম রিজভী। এ সময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করে।
ইফতেখারুল আলম রিজভী জানান, কলোনী বাজারে চাল ও ডিমের বাজারে তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ওজনে কারচুপির অপরাধে  ০৬ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন