কাজিপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar কাজিপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২ ০০:০২
কাজিপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ

কাজিপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে ১৭ইং আগষ্ট সারাদেশে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘৃণিত, পৈশাচিক সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

১৭ই আগষ্ট (বুধবার) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, বাংলাদেশে বিএনপি- জামায়াত মদতপুষ্ট মৌলবাদী, প্রতিক্রিয়াশীল যঙ্গী-গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বোমা হামলা করে। আগস্ট মাস এলেই পাকিস্তানি প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, কঠোর হস্তে সন্ত্রাস দমন করে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাওন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ প্রমূখ । 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন