মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ৩০ দিন ধরে নিরুদ্দেশ | Daily Chandni Bazar মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ৩০ দিন ধরে নিরুদ্দেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২ ০০:০৫
মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ৩০ দিন ধরে নিরুদ্দেশ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ৩০ দিন ধরে নিরুদ্দেশ

নওগাঁর মান্দায় ৩০ দিন ধরে নিরুদ্দেশ রয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবক। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনায় নিখোঁজ যুবকের বাবা মান্দা থানায় সাধারণ ডাইরি করেছেন।
নিখোঁজ যুবকের নাম রুবেল হোসেন (২৬)। তিনি মান্দা সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের নওসাদ আলীর ছেলে। 
নিখোঁজ যুবকের বাবা নওসাদ আলী জানান, ছেলে রুবেল হোসেন বুদ্ধিপ্রতিবন্ধী। গত ১৯ জুলাই সকালে সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 
তিনি আরও বলেন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু ছেলেকে পাওয়া যায়নি। ঘটনায় গত ২১ জুলাই মান্দা থানায় সাধারণ ডাইরি করেন তিনি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডাইরি পর বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন