সুইডেনে শপিংমলে হামলায় নিহত ১ | Daily Chandni Bazar সুইডেনে শপিংমলে হামলায় নিহত ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২ ১৭:৫৪
সুইডেনে শপিংমলে হামলায় নিহত ১
অনলাইন ডেস্ক

সুইডেনে শপিংমলে হামলায় নিহত ১

সুইডেনের একটি শপিংমলে হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ওই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ওই হামলায় এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, হামলায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। অপরদিকে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় দক্ষিণাঞ্চলীয় মালমো শহর থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা সম্ভাব্য ‘সন্ত্রাসী’ নয় বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের ধারণা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালিয়েছে সন্দেহভাজন ব্যক্তি। তবে পুলিশের পক্ষ থেকে এমন কিছু নিশ্চিত করা হয়নি। পুলিশের এক মুখপাত্র বলেন, আমাদের ধারণা তাৎক্ষণিক বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এর আগে গত জুলাই মাসে একটি শপিংমলে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। কোপেরহেগেনের একটি শপিংমলে ওই হামলা চালানো হয়।

গত মার্চে দেশটির একটি স্কুলে সহিংসতার ঘটনায় দুই নারী নিহত হন। তাদের বয়স ৫০ বছরের বেশি। দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি মাধ্যমিক স্কুলে ওই ঘটনা ঘটে। ওই হামলার পর সন্দেহভাজন হিসেবে ওই স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন