টঙ্গীতে শিক্ষক দম্পতির অস্বাভাবিক মৃত্যু, তদন্ত চায় স্বাশিপ | Daily Chandni Bazar টঙ্গীতে শিক্ষক দম্পতির অস্বাভাবিক মৃত্যু, তদন্ত চায় স্বাশিপ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২ ১৮:২৪
টঙ্গীতে শিক্ষক দম্পতির অস্বাভাবিক মৃত্যু, তদন্ত চায় স্বাশিপ
নিজস্ব প্রতিবেদক

টঙ্গীতে শিক্ষক দম্পতির অস্বাভাবিক মৃত্যু, তদন্ত চায় স্বাশিপ

টঙ্গী (পূর্ব) থানার সাধারণ সম্পাদক, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী টঙ্গী আমজাদ আলী সরকার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলির মরদেহ তাদের নিজ গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর রহস্যের উদঘাটন করার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

শুক্রবার স্বাশিপের সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু তাদের এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, এমন দুঃখজনক মৃত্যু সংবাদে স্বাশিপ পরিবারসহ সারাদেশের শিক্ষক সমাজ গভীরভাবে শোকাহত। বিবৃতিতে শিক্ষক নেতরা শিক্ষক দম্পতির বিদ্রেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উচ্চ পর্যায়ের সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন