দুপচাঁচিয়ায় ভুল চিকিৎসা ॥ ইউএনও নিকট অভিযোগ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ভুল চিকিৎসা ॥ ইউএনও নিকট অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২ ১৮:৪২
দুপচাঁচিয়ায় ভুল চিকিৎসা ॥ ইউএনও নিকট অভিযোগ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ভুল চিকিৎসা ॥ ইউএনও নিকট অভিযোগ

দুপচাঁচিয়ায় ভুল চিকিৎসার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ করেছেন আতোয়ার রহমান নামের এক ভুক্তভোগী দিনমজুর। গত ১৪আগস্ট তিনি এ অভিযোগ দায়ের করেন। তিনি গুনাহার ইউনিয়নের পৌঁওতা গ্রামের বাসিন্দা। 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২আগস্ট আতোয়ার রহমান তার ছোট বোন দিলরুবাকে(১৮) নিয়ে আছমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে ডাঃ রিমন আফরোজ তাকে দেখে বিভিন্ন পরীক্ষা করাতে বলেন। তিনি তার পরামর্শ মতে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষাগুরো করান। পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার বলেন রোগীর কিডনীতে টিউমার হয়েছে। বিষয়টি অধিকতর যাচাই করার জন্য আতোয়ার রহমান বগুড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সেখানকার ডাঃ মোঃ আহসান হাবীবকে দেখান। তিনি পুনরায় নতুন করে ওই পরীক্ষাগুলো করান। উক্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেন, দিলরুবার কিডনীতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে সে সুস্থ্য রয়েছে। 
  আছমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কম্পিউটার অপারেটর জিয়াউর রহমান বলেন, আমাদের ডায়াগনস্টিকে পরীক্ষা করার পর তার কিডনীতে রেনাল সিস্ট ধরা পরে। প্রাথমিক ওষুধে দু-এক দিনের মধ্যেই তার সিস্টটি ভালো হয়ে যায়। ফলে পরবর্তী পরীক্ষায় তার রেনাল সিস্টটি ধরা না পরায় এ অভিযোগ করেছেন। 
উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা করেছি। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য পত্র প্রেরণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন